মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদকে সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে পাকিস্তান। ভারত ও আমেরিকাকে তুষ্ট করার জন্যই পাকিস্তান সরকার এই কাজ করেছে। এভাবেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হাফিজ সাঈদ।
প্রথম ভারত, তারপর আমেরিকা, সাঁড়াশি চাপে পড়ে পাকিস্তান সরকার কড়া ব্যবস্থা নিয়েছে হাফিজ সাঈদের বিরুদ্ধে। তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়েছে। আর এতেই রীতিমত ক্ষুব্ধ হাফিজ সাঈদ। আর তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এই জঙ্গিনেতা।
পাকিস্তান সরকারের এই পদক্ষেপের পর হাফিজ সঈদ বলেন, "প্রথমে আমাকে কোনও আইনি যোগ ছাড়াই ১০ মাস আটক করে রাখা হল। এবার আমাদের স্কুল, ডিসপেনসারি, অ্যাম্বুলেন্স সবই বন্ধ বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। এতে পাঞ্জাব প্রদেশ, বালোচিস্তান, আজাদ কাশ্মীরের মত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছতে পারবে না।"
পাকিস্তান প্রেসিডেন্ট মামুন হোসেন গত শুক্রবার যে অর্ডিন্যান্সটিতে সই করেছেন, তার ফলে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সব ক’টি জঙ্গি সংগঠনের ওপরেই পাক সরকার ‘সন্ত্রাসবাদ বিরোধী আইন’ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। যার ফলে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হাফিজের সংগঠনের ওপরও নিয়ন্ত্রণ আনছে সরকার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর