পৃথিবীতে মানুষের বেঁচে থাকার সংগ্রাম সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে। তবুও এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে হৃদয়ে বাসা বাঁধে প্রেম বা ভালোবাসা। শক্তিশালী মহাবীরও প্রেমের চরণে কাবু হয়েছেন। সেই তালিকা থেকে বাদ যাননি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেখক উইনস্টন চার্চিলও। প্রেয়সী কাছে না থাকায় পাঠিয়েছেন প্রেমের চিঠি। বিশেষ করে ইতিহাসের সেরা ভালোবাসার প্রমাণস্বরূপ লিখে গেছেন প্রেমপত্র।
একঝাঁক রুশ লেখকের মতো মানবতাবাদী লেখক চার্চিল ছিলেন না ঠিকই, কিন্তু তারপরও লেখকের মনে ছিল প্রেম আর ভালোবাসা। কোটি পেরনো প্রকাশিত লেখার মধ্যে চার্চিলের প্রেমপত্র রয়েছে।
প্রিয়তমেষু কেমির উদ্দেশে লেখা চিঠিতে চার্চিল লিখেন-
প্রিয়তমা কেমি,
তোমার চিঠিতে তুমি কয়েকটি শব্দ লিখেছ, যে শব্দগুলো আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। আমি তোমাকে বলতে পারব না, আমি কতটা আনন্দিত হয়েছি। আমার সব সময় মনে হয় তোমাকে আমি কিছুই দিতে পারিনি। তোমার সঙ্গে কাটানো সময়গুলো আজ আমাকে কতটা তাড়িত করে বোঝাতে পারব না। সত্যি, তোমার কাছে অনেক ঋণ আমার। সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু আমাদের একত্রিত সময়গুলো কত বড় আমরা কি জানি? শত বছরের ঝড়-ঝাপটার চেয়ে আমাদের একটি বছর অনেক ভালো নয় কী?
বিডিপ্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান