পাকিস্তানের নাম উল্লেখ না করে সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, 'ভারতীয় সেনা ও অস্ত্র সবসময় তৈরি। যাতে সীমান্তে যে কোন রকম অশান্তি দেখলেই সেনা ব্যবস্থা নিতে পারে। সেনাকে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “আধুনিক অস্ত্র ও প্রযুক্তি প্রতিদিন উন্নততর হয়ে চলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও উন্নত করতে হবে নিজেদের।” তিনি আরও বলেন, ভারতীয় সেনার হাতে এই মুহূর্তে রয়েছে বিশ্বের সেরা অস্ত্র।
সামরিক খাতে এখন বরাদ্দ মঞ্জুর করা হয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। সেনার জন্য সম্প্রতি কেনা হয়েছে প্রায় ৮০০টি 155mm mounted artillery guns। যার জন্য খরচ হয়েছে ১৬ হাজার কোটি টাকা। পাশাপাশি ৩৬টি রাফায়েল এয়ারক্র্যাফ্ট কেনার সিদ্ধান্তও প্রায় পাকা ফ্রান্সের কাছ থেকে। কেনা হচ্ছে বাড়তি গোলাগুলিও।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন