ভারতীয় আকাশ সীমায় এবছরে অন্তত ৫ বার অনবধিকার প্রবেশ করেছে চীনা হেলিকপ্টার৷ তাছাড়া, এ বছর ৪৫ বার ভারতীয় ভূমিতে অনধিকার প্রবেশ করেছে চীনা সেনারা৷ ভারতের কেন্দ্রীয় সরকারকে এই খবর জানিয়েছে দেশটির সেনা ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ৷
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) থেকে ৬ কিলোমিটার ভিতরে সম্প্রতি চীনা হেলিকপ্টার দেখা গেছে৷ রিপোর্ট আরও বলা হয়েছে, এ বছর ৪৫ বার ভারতীয় ভূমিতে অনধিকার প্রবেশ করেছে চীন৷
ভারত ও চীনের মধ্যে পশ্চিম সীমান্ত নিয়ে এখনও বিতর্ক রয়েছে৷ কোন মানচিত্র এখনও দুই দেশের পক্ষে গ্রহণ যোগ্য হয়নি৷ কিন্তু বারাহোতি সমভূমি ভারতের সম্পত্তি৷ সেখানে ভারতীয় সেনাও মোতায়েন করা রয়েছে৷ কারণ মিডল সেক্টরের মানচিত্র ইতিমধ্যেই বিনিময় করা হয়েছে৷ অভিযোগ, চীনা সেনা আকাশপথে এই অঞ্চলে প্রবেশ করতে চেষ্টা করছিল৷
বিডি প্রতিদিন/এ মজুমদার