যুক্তরাষ্ট্র সফরে ইরানের ওপর কঠোর হতে ফের আহ্বান জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলেরও আহ্বান জানিয়েছেন তিনি। সালমানের দাবি, এই চুক্তি তেহরানকে পারমাণিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারবে না। বরং পুরো প্রক্রিয়াটিকেই দীর্ঘায়িত করবে।
সোমবার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি বলেন, 'এ চুক্তি বাতিলে দেরির মানে আপনি নিজের মাথায় গুলি খাওয়ার অপেক্ষায় আছেন। তাই আজই পদক্ষেপ নিতে হবে।'
৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স বলেন, আমরা ইরানের টার্গেট জানি। তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, ব্যবহার করে, মধ্যপ্রাচ্যে যা ইচ্ছা তাই করে তাদের আগে এটা নিশ্চিত করতে হবে যে তাদের ওপর কেউ হামলা করবে না।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/ফারজানা