ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আফগানিস্তানে শান্তির জন্য প্রথমেই বিদেশি সেনাদের বের করে দিতে হবে। উজবেকিস্তানের তাসখন্দে আফগানিস্তান বিষয়ক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধ ও অনিরাপত্তার কারণ হচ্ছে বিদেশি সেনা উপস্থিতি। এটা অতীতেও প্রমাণিত হয়েছে যে, সামরিক উপায়ে আফগান সমস্যার সমাধান হবে না। বিভিন্ন সশস্ত্র গেরিলা গোষ্ঠীকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সঠিক কাজ করেছেন বলে তিনি জানান।
আরাকচি আরও বলেছেন, আফগানিস্তানে চলমান সংঘাতে জড়িত গোষ্ঠীগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সমস্যা সমাধানের একটি রাজনৈতিক উপায় বেরিয়ে আসবে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইরান সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
উজবেকিস্তানের তাসখন্দে মঙ্গলবার বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে আফগান শান্তি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আফগানিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/আরাফাত