অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মহাসচিব থমাস গ্রেমিঙ্গার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠক হতে যাচ্ছে। সপ্তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বুধবার ওএসসিই সদর দফতরের এক মুখপাত্র তাস-কে এ তথ্য জানান।
ওএসসিই’র মিডিয়া অ্যান্ড আউটরিচ কর্মকর্তা শিব শর্মা বলেন, ‘মহাসচিব সম্মেলনে যোগ দেবেন। তবে ল্যাভরভের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।’
ওএসসিই অঞ্চলের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়েই মূলত আলোচনা হবে বলেও জানান শিব।
সপ্তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এর আগে রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেক্সান্ডার ফোমিন বলেছেন, সম্মেলনে ৩০টির বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম