ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের একটি শহরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাবারের দোকান ও দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় ৭ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে টাল শহরের কারাসুচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ সময়ে খাবারের দোকানে লোকজন খাবার খাচ্ছিলেন।
শহরটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই চার জন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম