এ এক অদ্ভুত ঘটনা! রুটির আকার ২০ সেন্টিমিটারের বেশি হলেই স্ত্রী-এর উপর চলত নির্যাতন। এক ইঞ্চিও একি-ওদিক হলেই কপালে জুটত চরম দুর্ভোগ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে জানা গেছে, পুনের এক দম্পতি এই অদ্ভুত কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন আদালতে। নির্যাতিত ওই নারীর স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে তার স্বামীর স্বভাব ভারি উদ্ভট। তিনি নাকি তার রুটির দৈর্ঘ্যও মেপে রাখতেন। ২০ সেন্টিমিটারের বেশি কিংবা কম হলেই তিনি রেগে যেতেন। স্ত্রী-এর উপর চালাতেন অত্যাচার!
এখানেই শেষ নয়, তার স্বামী একটি এক্সসেল শিট তৈরি করেছিলনে বাড়ির কাজের জন্য। সেখানে প্রতিদিনের কাজের ফিরিস্তি লিখে রাখত হতো নারীকে। লেখা না থাকলেই তার কপালে জুটত চরম দুর্ভোগ! শুধু তাই নয়, কোনও কাজ কেন হয়নি তাও লিখে রাখতে হতো সেই শিটে। আদালত এখনই কোনও রায় জানায়নি। পুরো ঘটনার কথা বিবেচনা করেই রায় দেওয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এই দম্পতির ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/আরাফাত