মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানো এবং ইইউ তে প্রশিক্ষণ কিংবা পারস্পরিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে।
রয়টার্সের সেই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাতজন সেনা কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত করাসহ ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞার আওতায় রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর এক জেনারেলও পড়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। গত এপ্রিলে ওই তথ্য জানিয়েছে ইইউ। যদিও মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২০১২ সালে স্থগিত করেছিল ইইউ। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার অভিযোগে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিতাড়ন ও নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই বর্বরতা দেখে সিদ্ধান্ত পুনরায় বদলায় ইইউ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর