দুই সন্তান ও ম্যানেজারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ এনে মামলা করেছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের নভোচারী বাজ অলড্রিন। অভিযুক্তদের বিরুদ্ধে তিনি অর্থ চুরি ও অপবাদ ছড়ানোর অভিযোগ এনেছেন।
সোমবার মামলার খবরটি প্রকাশিত হয়। তবে ৮৮ বছর বয়সী অলড্রিন ফ্লোরিডায় মামলাটি করেছিলেন এক সপ্তাহ আগে। তার সম্পদের নিয়ন্ত্রণ নিতে সন্তানদের করা পিটিশনের পর তিনি ওই মামলা করেন। ওই পিটিশনে তার পরিবারের সদস্যরা দাবি করেন, বাজ অলড্রিনের একজন বৈধ অভিভাবক দরকার কারণ দিন দিন তার বুদ্ধি লোপ পাচ্ছে।
চাঁদে পা রাখা দ্বিতীয় মানব হলেন বাজ অলড্রিন।গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন বিমান বাহিনীর সাবেক এ কর্নেল বলেন, 'আমার অভিভাবক থাকা দরকার কেউ এটা চিন্তাও করতে পারবে না।' সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা