চট্টগ্রাম নগরের হালিশহরের এইচ ব্লক ও বি ব্লক'র তিন বাসিন্দা পানিবাহিত রোগে (হেপাটাইটিস-ই ভাইরাস) মারা যাওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের তিন সদস্যের একটি টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আজ সকাল থেকে একজন চিকিৎসকের নেতৃত্বে দুই স্বাস্থ্যকর্মী তদন্ত কাজ শুরু করেন। আগামীকাল বুধবার বিকালে স্বাস্থ্য বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘হালিশহরে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমাদের একজন চিকিৎসকের নেতৃত্বে তিন সদস্যের টিম আজ থেকে কাজ শুরু করেছে। তারা মারা যাওয়া তিনজনের আত্মীয়স্বজনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। তদন্ত টিম আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা। তারপরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘হালিশহরে তিনজন মৃত্যুর কারণ কি কারণে তা এখনো জানা যায়নি। তবে সেখানে পানি একটি সমস্যা হয়ে আছে। ওয়াসার পানি নিয়ে প্রশ্ন থাকা, বাসার অপরিস্কার পানির টাংকি, ভূ-গর্ভস্থ পানির সমস্যা থাকা, পুকুর-ডোবার পানি পান করা এবং বর্ষায় জলাবদ্ধতা হয়ে সুপেয় পানির সংকট থাকাসহ নানা কারণে তারা বিশুদ্ধ পানি পান থেকে বঞ্চিত হচ্ছে। তাই ওই এলাকায় বার বার একই সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে তিনজন মানুষ মারা যাওয়ায় বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে।’
প্রসঙ্গত, নগরের হালিশহরে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে এইচ ব্লকের বাসিন্দা শাহেদা মিলি (৪০), বি ব্লকের বাসিন্দা ও কমার্স কলেজের ছাত্র আশিফুল হাসান রিয়াদ এবং বি ব্লকের বাসিন্দা মাকসুদুর রহমান মারা যান বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে তাদের মৃত্যুর ব্যাপারে সিভিল সার্জন কার্যালয় এখনো নিশ্চিত হয়নি। এর আগে গত মার্চে ওয়াসার পানিতে জীবাণু সংক্রমণ হয়ে পানিবাহিত রোগে শতাধিক আক্রান্ত হয়েছিলেন। পরে ঢাকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ওই এলাকার পানি টেস্ট করে ৩১ জন জন্ডিসে আক্রান্ত হয় বলে শনাক্ত করে।
জানা যায়, পানিবাহিত রোগ থেকে বাঁচতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জরুরি ভিত্তিতে ১০টি নির্দেশনা দিয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নির্দেশনা সম্বলিত ৫০ হাজার লিফলেটও বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরের হালিশহরে বিভিন্ন এলাকায় লিফলেটগুলো বিতরণ করা হয়। তাছাড়া পানি বিশুদ্ধকরণে এক লাখ ৮৫ হাজার টেবলেটও বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার