শক্তিশালী ঘূর্ণিঝড় লেইন যুক্তরাষ্ট্রের হাওয়াইওয়ের দিকে ধেয়ে আসছে। শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি হাইওয়াই উপকূল অতিক্রম করতে পারে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে তাই বৃহস্পতি ও শুক্রবার সরকারি অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগে স্থানীয়দের দুই সপ্তাহের জন্য খাদ্যপণ্যের মজুদ রাখার আহ্বান জানিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, প্রত্যেককে ১৪ দিনের জন্য খাদ্য, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ১৪ দিনের আশ্রয়ের প্রস্তুতির কথা মনে করিয়ে দিতে চাই।
উল্লেখ্য, লেইনের প্রভাবে ভারী বর্ষণ, প্লাবন ও উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউয়ের আশংকায় হাওয়াইয়ের জনগণ খাদ্য, বিশুদ্ধ পানিও ও জরুরি সরবরাহ মওজুদ করতে শুরু করেছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ২৪ আগস্ট ২০১৮/ ওয়াসিফ