ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের একবার প্রশ্নের মুখে ছাত্র-শিক্ষক সম্পর্ক৷ ছাত্রকে পড়ানোর জন্য বাড়িতে ডেকে এনে যা করলেন শিক্ষক তা শুনে যে কেউ ধিক্কার জানাবে৷
জানা গেছে, বালমুকুন্দ নামে এক শিক্ষক ছাত্রদের নিজের ঘরে পড়তে ডাকেন৷ এরইমধ্যে এক ছাত্রকে দিয়ে হস্তমৈথুন করায় সেই শিক্ষক। সেই সঙ্গে হুমকি দেয় যাতে সে কাউকে একথা না বলে৷ কিন্তু সেই বাড়িতে উপস্থিত অন্যান্য ছাত্ররা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে নেয়৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর ভাইরাল হলে ঘটনা প্রকাশ্যে আসে৷
সূত্রের খবর, অভিযুক্ত সেই শিক্ষকের এমন কীর্তি সামনে আসার পর ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখায়৷ অভিযুক্তের পাশে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন রয়েছে বলেও অভিযোগ তাদের৷
পুলিশ জানায়, ভিডিওটি সেই শিক্ষকের ঘরে তোলা, তাই সেই এলাকাতেই মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করে নেওয়া হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর