দেশে ফিরবেন না জানিয়ে দিয়েছিলেন আগেই৷ তবে এবার নতুন শর্ত আরোপ করে দেশে ফেরার কথা জানালেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ৷ তিনি বলেছেন, যদি তাকে রাষ্ট্রপতির সমতুল্য নিরাপত্তা দেওয়া হয়, তবেই তিনি পাকিস্তানে ফিরবেন, তা না হলে নয়৷
মোশাররফের আইনজীবী আখতার শাহ আইনজীবী গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, মোশাররফ পাকিস্তানে ফিরতে চাইছেন না, কারণ তিনি অসুস্থ৷ এছাড়াও তার নিরাপত্তার নিয়ে সংশয় রয়েছে৷ এই দুটি সমস্যা মিটলেই দেশে ফিরবেন তিনি।
এই দুটো কারণের জন্যই বিশেষ আদালতের সামনে হাজিরা দিতে বারবার অস্বীকার করছেন মোশাররফ৷ অসুস্থতার কারণ দেখিয়ে বারবারই হাজিরা বাতিল করেছেন তিনি৷ দেশদ্রোহী মামলায় অভিযুক্ত পারভেজ মোশাররফ বর্তমানে দুবাইয়ে। চিকিৎসা করাতেই তিনি গতবছর দুবাই গিয়েছিলেন। চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলেও প্রাণনাশের হুমকির জেরে দেশের ফিরতে পারছেন না তিনি। পাকিস্তানে ফিরলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার৷
তাই পারভেজ মোশাররফের আবেদন, রাষ্ট্রপতির পদের মতো নিরাপত্তা পেলে তবেই তিনি আদালতে হাজিরা দেবেন৷ বুধবার ইসলামাবাদে বিচারপতি আওয়ার আলির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল মোশাররফের৷ তবে এদিনও হাজিরা এড়িয়েছেন তিনি৷
এর আগে, পাকিস্তান প্রশাসনের কাছে তার আবেদন ছিল, গ্রেফতার করলে পাকিস্তানে ফিরবেন না তিনি৷ এখানেই শেষ নয়, তাকে দেশে সসম্মানে ফিরিয়ে আনুক পাকিস্তান৷ এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম উঠিয়ে নেওয়া হোক৷ এমনও দাবিও করেছিলেন তিনি৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর