ভেনেজুয়েলায় বেশ কিছুদিন ধরে জিনিসপত্রের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে লক্ষ লক্ষ মানুষ আশপাশের দেশগুলোতে ঢুকছে। সম্প্রতি স্থানীয়দের সাথে এই অভিবাসীদের সম্পর্কে উত্তেজনা, সংঘর্ষও শুরু হয়েছে। আর তারই জের ধরে মানব-স্রোত সামলাতে সীমান্তে সৈন্য মোতায়েনের আদেশ জারি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমার ভেনেজুয়েলার সাথে পুরো সীমান্তজুড়ে সৈন্য মোতায়েনের এক আদেশ জারী করেন ।
আদেশে বলা হয়েছে- সীমান্তে ‘আইন-শৃঙ্খলা’ পরিস্থিতি সামাল দিতে সৈন্য পাঠানো হচ্ছে। জাতির উদ্দেশ্যে এক ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘ভেনিজুয়েলার ‘ট্রাজিক’ পরিস্থিতি পুরো দক্ষিণ আমেরিকার শান্তি ও স্থিতিশীলতা হুমকিতে ফেলেছে। ভেনেজুয়েলার সমস্যা এখন আর তাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এই সঙ্কট এখন পুরো মহাদেশের শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে।’
উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিলের সীমান্তে বেশ কিছু সংঘর্ষ হয়েছে। ভেনিজুয়েলার সাথে সীমান্তে পাসারাইমা শহরে এ ধরনের সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে সৈন্য পাঠানো হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ