ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি ঔদ্ধত্য ও নির্লজ্জতার সব সীমা-পরিসীমা লঙ্ঘন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন।
জারিফ গতকাল বুধবার এক টুইট বার্তায় বলেছেন, যে ইরান কোনো পরমাণু অস্ত্র রাখে না সেই ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দিচ্ছে এমন এক যুদ্ধকামী, যার রয়েছে পরমাণু অস্ত্র তৈরির কারখানা। এটা ঔদ্ধত্যের ক্ষেত্রে নির্লজ্জতার সব সীমা-পরিসীমাকে হার মানিয়েছে।
এর আগে পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জারিফ এক টুইট বার্তায় বলেছিলেন, পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। কিন্তু এ অঞ্চলে এখনও পরমাণু বোমা মজুদ করে রেখেছে আমেরিকা ও ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী মাঝে মধ্যেই ইরানে হামলার হুমকি দিয়ে থাকে।যদিও এই ইসরায়েলও ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে।
ইরানের নেতারা এর আগে বহুবার বলেছেন, দখলদার ইসরায়েল কোনো ধরনের উন্মাদনা দেখালে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৮/আরাফাত