সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পলু শহর যেন মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দল ১৭৬৩টি দেহ উদ্ধার করেছে। তবে এখনও অসংখ্য দেহ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকারীদের দাবি, প্রায় ৫০০০ বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সকলেই মৃত্যু হয়েছে এই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে দেহ উদ্ধার করতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
সুনামি বিধ্বস্ত সুলেওয়াসির পোলু শহরের পাশাপাশি পেটেবো এবং বালোরা শহরদুটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও উদ্ধারকাজ তেমন ভাবে করা যাচ্ছে না। সেখানে একাধিক দেহ চাপা পড়ে রয়েছে বলে মনে করছেন উদ্ধারকারীরা।
প্রায় ৫০০০ নিখোঁজের সন্ধানে এই দুটি শহরে উদ্ধারকাজ শুরু করা হবে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর