বিয়ের সংজ্ঞা নির্ধারণে রোমানিয়ায় চলছে গণভোট। একজন পুরুষ ও একজন নারীর বিয়েই শুধু বৈধ বিয়ে—এই প্রস্তাবের ওপর গতকাল শনিবার ও আজ রবিবার দুই দিন ধরে হ্যাঁ-না ভোটগ্রহণ চলছে। রোমানিয়ার সংবিধানে বিয়ে ও পরিবারের সংজ্ঞা এই গণভোটের পরিণতিতেই বদলে যাবে।
এ ব্যাপারে প্রস্তাবের সমর্থকরা বলছে, তাদের দেশের পরিবারের ‘ঐতিহ্য’ বজায় রাখতে সংবিধানে বিয়ের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। কিন্তু প্রস্তাবের বিপক্ষের লোকজন বলছে, প্রস্তাবের পক্ষে ভোট পড়লে রোমানিয়ায় সমলিঙ্গের দম্পতি, অবিবাহিত মা-বাবা এবং তাঁদের সন্তানদের ওপর অবিচার হবে। তাদের বিরুদ্ধে বৈষম্য বাড়বে।
রোমানিয়ায় সমলিঙ্গের নারী-পুরুষের বিয়ে বা দম্পতি হিসেবে তাদের একত্র বসবাস স্বীকৃত নয়। এই গণভোটের ফলে তা বদলও হবে না। কিন্তু সংবিধানে বৈধ বিয়ে ও পরিবারের সংজ্ঞা স্পষ্ট হবে।
রোমানিয়ার সংবিধানের ৪৮ ধারায় বলা আছে—‘স্বেচ্ছায় দুই সঙ্গীর মধ্যে বিবাহবন্ধনই পরিবারের ভিত্তি।’ ওই দুই সঙ্গীকে অবশ্যই নারী ও পুরুষ হতে হবে—বিষয়টি ততটা স্পষ্ট নয়। কিন্তু এখন হ্যাঁ ভোট জিতলে সংবিধানের ভাষা হবে, ‘একজন নারী ও একজন পুরুষের মধ্যে বিয়েই হবে পরিবারের ভিত্তি।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ