আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বকে আরও বেশি গরীব ও বিপজ্জনক স্থানে পরিণত করার ঝুঁকিতে ফেলেছে। চলতি বছর ও আগামী বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার নিম্নগামী হবে বলেও জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস অবসফেল্ড বলেছেন, 'আরও আরও বাণিজ্য নিষেধাজ্ঞা দেশীয় ও বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।'
যুক্তরাষ্ট্রে চীনের পণ্যের ওপর ২০০ বিলিয়ন শুল্ক আরোপ করেছে যা গত মাস থেকে কার্যকর করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনও ৬০ বিলিয়ন ডলার শুল্ক ঘোষণা করেছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা