সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেতে প্রায় ১৮ ঘণ্টা আকাশে উড়তে হয়। আর বিরতিহীন সেই ফ্লাইট চালু করল সিঙ্গাপুর এয়ারলাইন্স।
এ ফ্লাইট বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ছেড়ে গিয়ে সরাসরি নিউ ইয়র্কে অবতরণ করেছে।
১৫০ জন যাত্রী এবং ১৭ জন ক্রু নিয়ে টানা ১৭ ঘণ্টা ৫২ মিনিট টানা আকাশে উড়ে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে নিউ ইয়র্কে পৌঁছেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই এসকিউ২২ ফ্লাইট।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে পাড়ি জমানো বিরতিহীন ফ্লাইটটিতে চড়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন