সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত করতে ২০১৫ সালে ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিল শামিমা বেগম। জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দেওয়ার সময় তার বয়স ছিল ১৫। সিরিয়ায় যাওয়ার পর এর মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়েছে দু'বার। কিন্তু মারা গেছে দু’টি বাচ্চাই। এবার ফের অন্তঃসত্ত্বা হওয়ায় নিজের তৃতীয় সন্তানকে বাঁচাতে যে কোনও মূল্যে দেশে ফেরার আর্জি জানাল সে।
ইংল্যান্ডেই থাকতো শামিমা বেগম। মাত্র ১৫ বছর বয়সে নিজের আরও দুই বন্ধুর সঙ্গে ইংল্যান্ড থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় পালিয়েছিল সে। জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিয়েছিল সে।
সিরিয়ায় যাওয়ার পর গত চার বছরে এই নিয়ে তিন বার অন্তঃসত্ত্বা হল সে। কিন্তু আগের দু’টি সন্তানই অপুষ্টির শিকার হয়ে মারা যায়। এবার আর কোনও ঝুঁকি নিতে চায় না শামিমা। সিরিয়ার একটি উদ্বাস্তু শিবির থেকে সে জানাল, বাড়ি ফেরার জন্য আমি সব কিছু করতে পারি। আমি আমার সন্তানের সঙ্গে শান্তিতে কাটাতে চাই।-আনন্দবাজার
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত