আবার পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। শনিবার মহারাষ্ট্রের জবতমালে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মোদি বললেন, যে জঙ্গি সংগঠনই এই কাজ করে থাকুক না কেন, যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, শাস্তি তারা পাবেই।
তিনি আরও বলেন, ‘জঙ্গিদের শাস্তি দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কখন, কীভাবে জবাব দেওয়া হবে, তা ঠিক করবে জওয়ানরা।’
আশ্বাসের সুরে মোদী বলেন, ‘দেশকে ফের ভরসা দিচ্ছি, পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে। ধৈর্য ধরুন, জওয়ানদের ওপর ভরসা রাখুন।’
এর আগে শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘খুব বড় ভুল করেছে পাকিস্তান। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার জঙ্গি হামলায় কাশ্মীরের পুলওয়ামায় ৪৪ জন সেনা সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম