ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সোমবার বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
বন্ধ করার কারণ হিসেবে এসব পেজ ও অ্যাকাউন্টের 'inauthentic behaviour' কে দায়ী করেছে ফেসবুক। ফেসবুকের মতে, inauthentic behaviour হল নিজের পেজে কোনো তথ্য ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা। নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য ছড়িয়েছে ভারতীয় কংগ্রেসের আইটি সেল।
এ খবরটি ঘোষণা হিসেবে ব্যবহার করে কংগ্রেসকে আক্রমণের তীরে বিদ্ধ করছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের দাবি, কংগ্রেস ভুয়া খবর ছড়ানোর কারণেই ফেসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও কংগ্রেস জানিয়েছে, এসব ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট তাদের দলের সঙ্গে যুক্ত নয়।
বিডি প্রতিদিন/ফারজানা