গত মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭জন যাত্রীর মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনার জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের এন্টি-স্টলিং সিস্টেমকে দায়ী করা হচ্ছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্তের বিস্তারিত তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইথিওপিয়ার বিমানটি বিধ্বস্তের কারণ সম্পর্কিত একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সামনের অংশ কয়েকবার নিচের দিকে ঝুঁকে গিয়েছিল। ওই সময় কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না পাইলটরা। বিমানটি সামনের অংশ নিচের দিকে ঝুঁকে যাওয়ার পর বিমানের ফার্স্ট অফিসারকে উদ্দেশ্য করে ক্যাপ্টেন তিনবার বলেন, পুল আপ (ওপরে তুলো)।
এই দুই পাইলটই যৌথভাবে বিমানের নিচের দিকে ঝুঁকে যাওয়া সামনের অংশটি ওপরের দিকে তোলার চেষ্টা করেন। কিন্তু তারা বিমানটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। ফলে শেষ পর্যন্ত এটি বিধ্বস্ত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন