নিজেদের অধিকার আদায়ে সোচ্চার সৌদি আরবের নারীরা। এরই জেরে সৌদিতে ইতোমধ্যে সুযোগ-সুবিধা পেতে শুরু করেছেন তারা। তবে ‘নারী অধিকার’ সমর্থনকারী এবং এর সঙ্গে সম্পৃক্ততার কারণে আট ব্যক্তিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আটকদের মধ্যে দু’জনের সৌদি এবং যুক্তরাষ্ট্র দু’দেশেরই যৌথ নাগরিকত্ব রয়েছে।
আটকদের মধ্যে একজন হলেন সালাহ আল-হায়দার। তার সৌদি এবং যুক্তরাষ্ট্র দু’দেশেরই যৌথ নাগরিকত্ব রয়েছে। তিনি স্ত্রী এবং সন্তান নিয়ে রিয়াদে বসবাস করতেন। তার মা আজিজা আল-ইউসুফ দেশটির একজন বিশিষ্ট নারী অধিকার কর্মী, যিনি সম্প্রতি কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন