জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের হামলার পর পাকিস্তানের একটি এফ-১৬ বিমান ভূপাতিত করার দাবি করে ভারত। কিন্তু বরাবরই ভারতের সে দাবির বিরোধীতা করে আসছিল পাকিস্তান। এবার তাতে সায় দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের কোনও এফ-১৬ বিমান ভূপাতিত করেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। খবর গ্লাফ টাইমস'র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফরেন পলিসি’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরেজমিনে পাকিস্তানের এফ-১৬ বিমানগুলো গুনে দেখা হয়েছে এবং এগুলোর একটিও খোয়া যায়নি।
এই গণনা সম্পর্কে অবহিত যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ম্যাগাজিনটি। তাদের একজন বলেন, বিমানগুলোর বিক্রির সময় সই হওয়া চুক্তির অংশ হিসেবে পাকিস্তান বিমানগুলো গুনে দেখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্রকে। গণনার পর দেখা যায়, পাকিস্তান এয়ার ফোর্সের (পিএএফ) কাছে সব এফ-১৬ বিমান আছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে এই প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করে ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে একটি পাকিস্তানি এফ-১৬ বিমান ভূপাতিত করার প্রমাণ আছে।
বিডি প্রতিদিন/হিমেল