সীমান্ত চৌকিতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এছাড়া এতে আরো অনেকে আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর পাকিস্তান ট্যুডে'র।
খবরে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চিরিকট সেক্টরে বেসামরিক লোকজনকে বিনা উসকানিতে হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে এক নারী ও চার শিশুসহ ছয় ব্যক্তি আহত হয়। এই হামলার জবাবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ করে পাল্টা আক্রমন চালায় পাকিস্তান। এতে ভারতীয় ৫ সেনা নিহত হয় বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।
তবে এ সম্পর্কে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল