চীনের প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট পার্টির প্রধান জাই জিনপিংই আসলে সে দেশের 'রাজা'। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্তত তেমনটাই দাবি করলেন।
ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির বসন্তকালীন নৈশভোজের আসরে ট্রাম্পের দাবি, ২০১৭ সালে বেজিং সফরে গিয়ে তিনি জিনপিংকে 'চীনের রাজা' বলে সম্বোধন করেছিলেন। আর সেই সম্বোধনে বেশ আনন্দিত হয়েছিলেন একদলীয় শাসনাধীন চীনের সর্বময় নেতা। যদিও উচ্ছ্বাস প্রকাশ করেননি তিনি।
ট্রাম্পের কথায়, 'আমি রাজা হিসেবে সম্বোধন করায় জিনপিং প্রথমে বলেছিলেন, 'আমি তো রাজা নই, আমি প্রেসিডেন্ট।' তখন আমি বলেছিলাম, আপনি হলেন আজীবন প্রেসিডেন্ট, তাই আপনাকে রাজা বলা যেতেই পারে। এর জবাবে তিনি মৃদু হেসেছিলেন।'
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে চীন সফরে গিয়েছিলেন ট্রাম্প। তার কয়েকমাস আগেই 'ন্যাশনাল পিপলস কংগ্রেসে' সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করিয়ে আজীবন চীনের প্রেসিডেন্ট পদে থাকার বন্দোবস্ত পাকা করেছিলেন জিনপিং। নব্বইয়ের দশকে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব যে সাংবিধানিক ব্যবস্থা প্রনয়ণ করেছিলেন তাতে বলা হয়েছিল, কোনো নেতা দু'বছরের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।
নৈশভোজের আসরে চীনা পণ্যের উপর বাড়তি শুল্ক ধার্য করার বিষয়টিও ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, 'ওই পদক্ষেপ না করলে চীন দ্রুত আমাদের অর্থনীতিকে ধরে ফেলত। হোয়াইট হাউসে আমার মেয়াদ শেষ হওয়ার আগেই তা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমার সরকারের নতুন বাণিজ্যনীতির ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সমান হতে আরও অনেক বছর সময় লাগবে বেইজিংয়ের।'
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর