শাওনা হ্যারিসনকে সন্তান হিসেবে পেতে তার বাবা-মা একজন ডোনারের শুক্রাণু গ্রহণ করেছিলেন। বিষয়টি জানার পর ২০১৭ সালে তিনি 23andMe (বায়োটেকনোলজি কোম্পানি)-এর অ্যাকাউন্টে লগইন করেন এবং তার বেনামি সেটিং চেঞ্জ করেন। আর তখনই ওই সাইটে একজন লোক তার সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে, তারা উভয়ই একই বাবার সন্তান।
এভাবে ৪১ বছর বয়সী হ্যারিসন গত দুই বছরে জানতে পেরেছেন যে, আরও অন্তত ২৯ জন মানুষ আছে যাদের বায়োলজিক্যাল বাবা এবং তার বায়োলজিক্যাল বাবা একই। অর্থাৎ তারা রক্ত সম্পর্কীয় ভাই-বোন। হ্যারিসন জানান, তার এক ভাই আছে যার বয়স ৮ বছর। আর সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের ত্রিশ ভাই বোনের সন্ধান মিলেছে। যাদের বেশির ভাগের বয়সই ২৪ থেকে ৪১ বছর। তাদের অধিকাংশই বাস করে সান ফ্রানসিসকোর উপকূলীয় এলাকায় এবং সাধারণত কাছাকাছি স্কুলেই পড়াশুনা করেছেন।
এমনকি এদের মধ্যে কেউ কেউ এমনও আছেন যারা তাদের সম্পর্কের বিষয়টি জানার আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন বলে জানান আরেক বোন জোডি হ্যালে। তিনি আরো জানান, বাবা-মায়ের একমাত্র সন্তান হিসেবেই তিনি বড় হয়েছেন। কিন্তু, কখনোই নিজের শারীরিক বৈশিষ্টের সঙ্গে তাদের বৈশিষ্ট্য মিলতো না। যেমন- তার বাবা-মা উভয়েরই চোখের রং ছিল নীল। কিন্তু, তার এমনটা ছিল না। এদিকে তাদের ভাই-বোনের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা হ্যারিসনের।
বিডি প্রতিদিন/এ মজুমদার