চলতি মাসেই কয়েক ধাপে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান। এসব বন্দির শাস্তি ভোগ শেষ হওয়ায় তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব বন্দিদের মুক্তি দেয়ার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানের হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে। এরপরই দেশটি এমন উদ্যোগ নিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার