ইরাক থেকে যত দ্রুত সম্ভব মার্কিন সেনা তাড়াতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
খামেনি বলেন, দ্রুত মার্কিন সেনাদের ইরাক ছাড়া না করতে পারলে পরবর্তীতে দেশটি থেকে তাদেরকে তাড়ানো মুশকিল হয়ে পড়বে।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি শনিবার তেহরান সফরে গেলে তাকে এ আহ্বান জানানো হয়। খবর রয়টার্সের।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে ইরাকের শাসক সাদ্দাম হোসেন আটক হওয়ার পর দেশটির ওপর প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিযোগিতা শুরু হয়।
ইরাকের অনেক প্রভাবশালী শিয়া নেতার সঙ্গে ইরানের সুসম্পর্ক গড়ে ওঠে।
বিডি প্রতিদিন/কালাম