ভারতের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে সতর্ক অবস্থায় রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে উত্তর কাশ্মীরের বারামুলায় বিদ্রোহীদের গুলিতে নিহত হন রফি ইয়াটু নামে এক জওয়ান।
শনিবার বিকালে সোপরের ওয়ারপোরায় নিজ বাড়ির সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।
সোপরের এসএসপি জাভেদ ইকবাল জানান, নিহত রফি ইয়াটু জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্টারিতে কাজ করতেন। মাসিক ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বিকালে নিজ কাজে বাইরে বের হলে তার ওপর হামলা চালায় বিদ্রোহীরা।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৯/আরাফাত