১৯ মে, ২০১৯ ০৯:৫৪

ভারত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপে মিলল ১০ লাখ জুতা, ৩.৭ লাখ টুথব্রাশ!

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপে মিলল ১০ লাখ জুতা, ৩.৭ লাখ টুথব্রাশ!

সংগৃহীত ছবি

প্রায় ৪১ কোটি প্লাস্টিকজাত দ্রব্যের দেখা মিলল অস্ট্রেলিয়া থেকে দূরবর্তী একটি অঞ্চল কোকোজ আইল্যান্ডে। কোনো এক প্রত্যন্ত অঞ্চলে এত বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যের খোঁজ পেয়ে গবেষকদের চোখ কপালে উঠেছে। 

গবেষকদের হিসাব বলছে, প্রায় ৪১ কোটিরও বেশি এই ধরনের পদার্থ জমা হয়েছে ওই কোকোজ আইল্যান্ডে। যে জিনিসপত্র জমা হয়েছে তার মধ্যে ১০ লাখ জুতো এবং ৩.৭ লাখ টুথব্রাশ জমা হয়েছে ওই দ্বীপে। 

তবে একটি বিষয়ে গবেষকদের বেশি অবাক করেছে যে, ওই অঞ্চলের প্রায় ৬০০ পরিবারের বসবাস। তাহলে এত বিশাল পরিমাণের প্লাস্টিকজাত দ্রব্য এল কোথা থেকে?  প্রায় ২ লাখ ৩৮ হাজার কিলোগ্রামের মতো প্লাস্টিক দ্রব্য মিলেছে ওই জায়গায়। 

গবেষকদের কথা অনুযায়ী, 'আমরা শুধুমাত্র ১০ সেমি গভীরতার নমুনা সংগ্রহ করতে পেরেছি। এখনও বেশ কিছু অঞ্চলের বর্জিতাংশের খোঁজ মেলেনি।' 

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর