২০ আগস্ট, ২০১৯ ১৪:২৩

গুজব ছড়ানোয় হাজারো চীনা অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক-টুইটার

অনলাইন ডেস্ক

গুজব ছড়ানোয় হাজারো চীনা অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক-টুইটার

হংকংয়ের চলমান বিক্ষোভ নিয়ে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে সোমবার থেকে চীনের বিরুদ্ধে অভিযানে নেমেছে ফেসবুক ও টুইটার। অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট খুলে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে প্রায় এক হাজার অ্যাকাউন্ট, পেইজ ও গ্রুপ বন্ধ করে দিয়েছে তারা।

টুইটার কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক বিভেদ ছড়ানো হচ্ছিলো এমন অভিযোগে ৯৩৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নজরদারিতে রাখা হয়েছে দুই লাখের বেশি অ্যাকাউন্ট।

আর ফেসবুক কর্তৃপক্ষ বলছে, সাইবার নিরাপত্তা নীতি থেকেই বন্ধ করে দেয়া হয়েছে বেশকিছু গ্রুপ এবং পেইজ।

এছাড়া যে কোনো তদন্তে চীন সরকারকে সহায়তার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে প্রায় ৫ মাস ধরে বিক্ষোভ করছে হংকংবাসী।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর