২৩ আগস্ট, ২০১৯ ০৯:২৯

কাশ্মীর ইস্যু: ইরানকে ধন্যবাদ জানাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যু: ইরানকে ধন্যবাদ জানাল পাকিস্তান

ড. মোহাম্মাদ ফয়সাল

কাশ্মীরি মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাশ্মীর ইস্যুতে ইসলামি ইরান বিশেষকরে আয়াতুল্লাহ খামেনেয়ীর অবস্থান প্রশংসনীয়, পাকিস্তান এ জন্য ধন্যবাদ জানাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসলামাবাদ আমেরিকার একতরফা নীতির বিরোধী এবং কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পক্ষে।

আমেরিকার অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার এ পদক্ষেপ গোটা বিশ্বেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। খোদ আমেরিকার সংসদ সদস্যরাও এর প্রতিবাদ জানিয়েছেন।

বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর