ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি যাত্রীবাহী গাড়ি উল্টে গভীর খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।
রবিবার রাজৌরির একটি সড়ক থেকে গাড়িটি গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের শঙ্কা বাড়তে পারে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৌরির স্থানীয় সরকারি কর্মকর্তা আয়জাজ আসাদ বলেন, পুঞ্চ জেলা থেকে একটি টেম্পোতে করে ৩৫ আরোহী রাজৌরির শারদা শারিফের দিকে যাচ্ছিলেন। পরে থানামান্ডি এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে।
স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দুপুর দেড়টার দিকে গাড়িটি রাস্তা থেকে খাদে ছিটকে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন