রহস্যময় সভ্যতার বিষয়ে বিস্তৃত তথ্য সংগ্রহ উদ্দেশ্যে প্রথমবারের মতো একদল গবেষক সৌদি আরবের একাংশে গভীর প্রত্নতাত্ত্বিক জরিপ শুরু করেছে। নবতায়িয়ান সংস্কৃতি নামে পরিচিত সেই সভ্যতার অত্যন্ত জটিল ও উন্নত কিছু পাথরের স্মৃতিস্তম্ভ প্রাচীন যুগের সাক্ষ্য দিলেও এখনও অনেক কিছুই অনাবিষ্কৃত রয়ে গেছে।
সৌদি আরবের আল উলার শিলাকীর্ণ মরুভূমি কুচকুচে কালো আকাশের জন্য পরিচিত। এখানে দেখতে আসা মানুষজন কোনো ধরনের আলোক দূষণ ছাড়াই মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারে। এ ছাড়া বহু বছর আগে হারিয়ে যাওয়া নবতায়িয়ান সভ্যতার বাস ছিল এ অঞ্চলে।
খ্রিস্টপূর্ব ১০০ বর্ষ থেকে শুরু করে পরবর্তী ২০০ বছর টিকেছিল এ সভ্যতা। নবতায়িয়ান শাসকরা তাদের সাম্রাজ্য শাসন করতেন জর্ডানের মনোমুগ্ধকর শহর পেত্রা থেকে। আল উলায় তারা দ্বিতীয় রাজধানী হেগ্রা (আধুনিক নাম মাদায়িন সালেহ) স্থাপন করেছিল।
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের ৩৩শ’ বর্গকিলোমিটার এলাকায় দুই বছরব্যাপী একটি জরিপ প্রকল্পে প্রাথমিকভাবে ৬০ জন বিশেষজ্ঞের একটি আন্তর্জাতিক দল কাজ শুরু করেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ