৯ নভেম্বর, ২০১৯ ০২:৪৯

বাবরি মসজিদের জায়গার মালিকানার নিষ্পত্তি আজ

অনলাইন ডেস্ক

বাবরি মসজিদের জায়গার মালিকানার নিষ্পত্তি আজ

বাবরি মসজিদ ভাঙ্গার সেই মুহূর্ত (সংগৃহীত ছবি)

ভারতের অযোধ্যায় মোগল আমলে তৈরি একটি মসজিদের জমির মালিক কারা শনিবার সেই বিতর্কের নিষ্পত্তি করবে দেশটির সুপ্রীম কোর্টের বিশেষ বেঞ্চ।

সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করবে।

বিতর্কিত জমিটি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার ঠিক ৭০ বছর পরে অবশেষে রায় দিচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত।

আগামী সপ্তাহেই অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই যে তিনি এই ঐতিহাসিক এবং সাম্প্রতিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ মামলাটির নিষ্পত্তি করে দিতে চান, সে ঘোষণা আগেই করেছিলেন গগৈ।

উল্লেখ্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার পর হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রায় ২০০০ লোকের মৃত্যু হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর