ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সোলাইমানির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এছাড়া নিহত ইরাকের মিলিয়াশিয়া বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুগান্দিসের লাশও ছিন্নভিন্ন হয়ে যায়। তবে সোলাইমানির লাশ শনাক্ত করা হয় হাতের লাল আংটি দেখে।
আমেরিকার এক শীর্ষস্তরের রাজনীতিক জানান, দুটি লাশই সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত। তবে আঙুলের লাল আংটি দেখে সোলাইমানির লাশটি শনাক্ত করা হয়।
এদিকে, হামলার খবর পেয়েই বাগদাদ বিমানবন্দরে যান ইরাকি সাংবাদিকরা। তারপরই ঘটনাস্থলের একাধিক ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। সেখানে একাধিক ভিডিওতে ওই আংটির ছবি জুম করে দেখানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ