মার্কিন সিনেটর ও ডেমেক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন। আজ বুধবার ভেরিফাইড ফেসবুজ পেজে ভিয়েতনামিজ, ফিলিপিন্স, হিন্দি, বাংলা, ইংরেজি, ফারসি, উর্দু, আরবিসহ বেশ কয়েকটি ভাষায় বার্তা দিয়েছেন যার অর্থ, স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।
বহু ভাষা ব্যবহার করে পোস্টগুলো দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা নির্বাচনে বার্নির জয়কামনা করেছেন। শুধু তাই নয়, বার্নিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা প্রেসিডেন্টপ্রার্থী বলেও আখ্যা দিয়েছেন।
বাংলায় দেয়া পোস্টটিতে ৪ ঘণ্টায় ২ হাজারের বেশি লাইক ও ৩২৯ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৬০০ এর বেশি মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা