ইরান জানিয়েছে, তেহরানে ইউক্রেনের বিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার ভিডিও যিনি ধারণ করেছিলেন তাকে আটক করা হয়েছে। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ আনা হতে পারে। ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশে হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর তেহরানে ইউক্রেনে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয় যাতে প্রাণ হারান ১৭৬ জন। এর বেশিরভাগই ইরান ও কানাডার নাগরিক।
প্রথমে অস্বীকার করলেও ইরান পরে জানায়, ভুল করে বিমানটি ভূপাতিত করা হয় এবং এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ভুলকে 'ক্ষমার অযোগ্য' ও 'বেদনাদায়ক' হিসেবে আখ্যা দিয়ে এর দায় একজনের ওপর দেয়া উচিত নয় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বিডি প্রতিদিন/ফারজানা