তালেবানের হামলায় আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ২৯ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। এই সপ্তাহে তালেবানের ওপর সরকারি বাহিনী অভিযান শুরুর পর তালেবান এ হামলা চালিয়েছে।
রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকার তালেবানের ৫১ যোদ্ধাকে হত্যা করেছে।
এবার পাল্টা হামলা শুরু করেছে তালেবান। মঙ্গলবার রাতে তালেবান আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের নিরাপত্তাবাহিনীর তল্লাশিচৌকিতে হামলা চালিয়ে, আফগানিস্তান সেনাবাহিনীর ১৫ জনকে হত্যা করে। সোমবার রাতে একটি থানায় হামলা চালিয়ে ১৪ পুলিশসদস্যকে হত্যা করে তালেবান।
বিডি প্রতিদিন/ফারজানা