চীন ও চীনের বাইরে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ২১৩ জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিকভাবে সতর্কতা জারি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস জানান, চীনে কী ঘটছে তার জন্য এ সতর্কতা জারি করা হয়নি, চীনের বাইরের দেশগুলোতে কী ঘটছে তার জন্য এ সতর্কতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের বাইরে ১৮টি দেশে ৯৮টি করোনাভাইরাসের ঘটনা ধরা পড়েছে। বেশিরভাগক্ষেত্রেই এসব লোক চীনের উহান শহর ভ্রমণ করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা