ভাতিজিকে আটকে রেখে টানা ২৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের জালনায়। বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল শনিবার। খবর পেয়েই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। খবর আনন্দবাজার পত্রিকার।
চন্দনজিরা থানার ইনস্পেক্টর শ্যামসুন্দর কুঠালে জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর মেয়েটি। তার খোজে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, পাশের জেলা বুলধানার মেহকর এলাকার এক গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে মেয়েটিকে।
পুলিশের একটি দল ওই গ্রামে পৌঁছতেই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত চাচা। পরে শনিবার অওরঙ্গাবাদের একটি বাস স্টপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মেয়েটির অভিযোগ, একটি বাড়িতে আটকে রেখে প্রতিদিন তাকে ধর্ষণ করত চাচা। তাকে তালা দিয়ে আটকে রাখা হয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক