তৃতীয়বারের মতো ভারতের রাজধানী নয়াদিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আজ আপনাদের ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছে। এটা আমার বিজয় নয়, আপনাদের প্রত্যেকের বিজয়, সব মা, বোন, শিক্ষার্থী এবং দিল্লির প্রত্যেক পরিবারের বিজয়। আপনাদের গ্রামের সবাইকে ডেকে নিয়ে বলুন আপনাদের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে এবং দুশ্চিন্তা করার কিছু নেই। গত ৫ বছর ধরে দিল্লির উন্নয়ন ও জনগনের কষ্ট লাঘব করে হাসি ফোটানোর চেষ্টা করেছি। এই বিজয়ের মাধ্যমে আমরা সে চেষ্টাটাই অব্যাহত রাখবো।
কেজরিওয়ালের নির্বাচনী প্রচারণায় নজর কাড়া ১ বছরের আভিয়ান ছিল শপথ অনুষ্ঠানের বিশেষ অতিথি
আজ রবিবার দিল্লীর রামলীলা ময়দানে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে সাধারণ মানুষ আমন্ত্রিত ছিলেন। কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের সেভাবে দাওয়াত দেননি তিনি। ৫১ বছর বয়সী এ রাজনীতিবিদ তার শপথ অনুষ্ঠানে আরও বলেন, কেউ আম আদমি পার্টিকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে, কেউ কংগ্রেস কিংবা অন্য দলগুলোকে। কিন্তু আমি আজ শপথ গ্রহণ করেছি যে আমি সবার মুখ্যমন্ত্রী।
এ বছর দিল্লিতে বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ৬২ আসনেই জয় পেয়েছে আম আদমি পার্টি এবং বাকি ৮টিতে জিতেছিল কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা