১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১১:০৬
খবর বিবিসি'র

ক্যামেরুনে নারী ও শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক

ক্যামেরুনে নারী ও শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে কমপক্ষে ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীসহ  ১৪ জন শিশু ছিল। তবে গত শুক্রবারের এই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকেই ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে সরকার। ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের দ্বন্দ্বে এই পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্র্য় নিয়েছেন আরও ৭০ হাজার মানুষ।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর