অস্ট্রেলিয়ান এক নারীর পোস্ট করা একটি ভিডিও সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারীর ৯ বছরের বামন ছেলে অঝরে কাঁদতে কাঁদতে বলছে, ‘আমি মরে যেতে চাই।’
ইয়ারাকা বেয়লেস নামের ওই নারী যে ভিডিওটি পোস্ট করেন ফেসবুকে, তা থেকে জানা যায়, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) তার ৯ বছরের ছেলে কোয়াডেনকে স্কুল থেকে নিতে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি দেখতে পান, এক সহপাঠী কোয়াডেনের মাথায় থাপ্পড় মারছে আর তার উচ্চতা নিয়ে হাসাহাসি করছে। তারপরেই কোয়াডেন ছুটে গাড়ির কাছে চলে আসে। গাড়িতে বসে মায়ের কাছে কান্নাকাটি করছে।
কোয়াডেন বলছে, ‘আমাকে একটা দড়ি দাও। আমি নিজেকে মেরে ফেলতে চাই।’ তার ভিডিওটি করার উদ্দেশ্যটিও তিনি সেখানেই বলছেন। তিনি চান, স্কুলের পড়ুয়াদের বাবা মায়ের কাছে এই ভিডিওটি পৌঁছে যাক। তারা যেন তাদের সন্তানদের বোঝান যে, কাউকে হেনস্থা করা উচিত নয়। এর ফলে শিশুরা আত্মহত্যাপ্রবণ হয়ে যেতে পারে।
ভিডিও করার ফল ইতোমধ্যেই পেয়ে গেছেন ইয়ারাকা। বিভিন্ন দেশ থেকে কোয়াডেনের পাশে থাকার বার্তা আসছে ইন্টারনেটে। অস্ট্রেলিয়ার জাতীয় রাগবি দলের সদস্যরাও সহমর্মিতার কথা জানিয়েছেন ইয়ারাকা ও কোয়াডেনকে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ