মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও শাসনক্ষমতার পুরোটা সময় জুড়েও রাশিয়া প্রসঙ্গে বিব্রত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ রয়েছে, ২০১৬ সালের নভেম্বরে ট্রাম্পের জেতার পিছনে কলকাঠি নেড়েছে রাশিয়া। যদিও ট্রাম্প কখনই সে অভিযোগ স্বীকার করেননি।
আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। আবারও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এ বিষয়ে পরস্পরবিরোধী কিছু তথ্য পাওয়া যাচ্ছে।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেছেন, গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা তাকে সতর্ক করেছেন, যে তার প্রচারণায় সহযোগিতা করার চেষ্টা করছে রাশিয়া। ক্ষুব্ধ বার্নি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, 'মার্কিন নির্বাচন থেকে দূরে থাকো।'
অন্যদিকে মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের ট্রাম্পকে ক্ষমতায় আনতে আবারও মাঠে নেমেছে রাশিয়া।
বিডি প্রতিদিন/ফারজানা