২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৪

পরকীয়ায় জড়ান ৫৫ শতাংশ ভারতীয়!

অনলাইন ডেস্ক

পরকীয়ায় জড়ান ৫৫ শতাংশ ভারতীয়!

ভারতের শতকরা ৫৫ ভাগ মানুষ বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। যাদের বেশিরভাগ আবার নারী। ভারতের প্রথম একস্ট্রাম্যারিটাল ডেটিং অ্যাপ গ্লিডেন এর এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

দ্য হিন্দুস্তান টাইমসের খবর, যারা বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করে তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী। ৪৮ শতাংশ ভারতীয় মনে করেন একই সঙ্গে দুইজনের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা যায়। ৪৬ শতাংশ মনে করেন পার্টনারকে প্রতারণা করার মধ্যে কোনও দোষ নেই। ধরা পড়লে পার্টনার ক্ষমা করে দেবে বলেও আশা করেন ৬৯ শতাংশ ভারতীয়।

অন্যদিকে, পার্টনারকে ঠকিয়ে ধরা পড়লে সাত শতাংশ ভারতীয় কিছু না ভেবে তাদের ক্ষমা করে দেবেন। ৪০ শতাংশ প্রয়োজন হলে সঙ্গীকে ক্ষমা করে দেবেন। কলকাতাসহ ভারতের আট শহরে ১৫২৫ বিবাহিত ব্যক্তিদের এই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর